প্রেস রিলিজ
১ফ্রেব্রুয়ারী ২০১8ইং, রোজ বৃহস্পতিবার, পায়রা সোস্যাল ওয়েলফেয়ারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও দাতা সম্মাননা ২০১৮ অনুষ্ঠিত হল রাজধানী ঢাকার কে,পি,আর রেস্টুরেন্ট এন্ড ক্যাফে তে। প্রতি বছর পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এই প্রতিষ্ঠা বার্ষিকী ও দাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা ও দাতাদের সম্মাননা দেওয়া এবং তাদের কাছ থেকে পরামর্শ, উপদেশ নেওয়া এবং পরবর্তীতে নিজেদের লক্ষ্য ঠিক করা।
সন্ধ্যা ৭টায় ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নবনির্বাচিত সভাপতি বাবু সুনীল বালা।
এরপর নবনির্বাচিত ঢাকা ও আস্কর কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়ঃ
ঢাকা কমিটি | আস্কর কমিটি | ||
1. সুনীল বালা | সভাপতি | 1. সমীর হালদার | সভাপতি |
2. রাজিব সরকার | সহ-সভাপতি | 2. পলাশ অধিকারী | সহ-সভাপতি |
3. রবীন মন্ডল সবুজ | সম্পাদক | 3. সুমন বল্লভ | সম্পাদক |
4. পরেশ বাড়ৈ | সহ-সম্পাদক | 4. সুকান্ত হালদার | সহ-সম্পাদক |
5. উজ্জ্বল হালদার | শিক্ষা সম্পাদক | 5. মিঠুন বিশ্বাস | শিক্ষা সম্পাদক |
6. রতন হালদার | কোষাধ্যক্ষ্ | 6. অপুর্ব পান্ডে | কোষাধ্যক্ষ |
7. কে.এম. রেজাউল ফয়েজ রেজা | নির্বাহী সদস্য | 7. রীতা রানী রায় | নির্বাহী সদস্য |
8. তপতী রায় | নির্বাহী সদস্য | 8. প্রেমানন্দ হালদার | নির্বাহী সদস্য |
9. সঞ্জয় বাড়ৈ | নির্বাহী সদস্য | 9. শ্যামল হালদার | নির্বাহী সদস্য |
পায়রা সোস্যাল ওয়েলফেয়ার তার কার্যক্রমকে আরো গতিশীল করতে এবছর একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে। যার সম্মানিত সদস্য হিসাবে রয়েছেনঃ
উপদেষ্টা পরিষদ | |
1. মোঃ খাইরুল বাশার | সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয সম্পর্কিত সংসদীয় কমিটি। |
2. ড. লালমোহন বড়াল | অধ্যাপক ও বিভাগীয় প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। |
3. মোঃ কামারুজ্জ্বামান | অধ্যাপক, টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। |
4. বারি কাহার | অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। |
5. রবীন্দ্রনাথ বাড়ৈ | অধ্যাপক, মাইলস্টোন কলেজ |
6. আলভি নাজমুস সাকিব | কনসালটেন্ড, Deloitte LLP |
কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেনঃ
কার্তিক বৈষ্ণব | ব্যাংক কর্মকর্তা |
প্রিন্স ওঝা | পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
এর পরই দাতাদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গৌরাঙ্গ হালদার বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী, ড.লালমোন বড়াল অধ্যাপক ও বিভাগীয় প্রধান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মো: কামারুজ্জামান, অধ্যাপক, টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আব্দুর রহমান, অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এড. কে এম রেজাউল ফিরোজ (রিন্টু), স্বনামধন্য আইনজীবি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এড.মিন্টু মন্ডল, বিশিষ্ট আইনজীবি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আসাদুজ্জামান ফরাজী, বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী,বিশিষ্ঠ সমাজসেবক ও আন্তর্জাতিক ব্যবসায়ী ব্যাক্তিত্ত্ব শরিফুল ইসলাম শাওন , মোঃ খোরশেদ আলম, ম্যানেজার, কে,পি,আর রেস্টুরেন্ট, মোঃ সাঈদ আহমেদ, কর্মকর্তা, কে,পি,আর রেস্টুরেন্ট, প্রমুখ।
দাতা হিসাবে উপস্থিত ছিলেন, রবিন্দ্রনাথ বাড়ৈ অধ্যাপক মাইস্টোন কলেজ, ড.লালমোহন বড়াল, দেলোয়ার হোসেন(দিলিপ), ড.চিন্ময় হাওলাদার প্রমুখ।অনুষ্ঠানে বরিশালের আগৈলঝাড়ার আস্কর গ্রামের অফিস থেকে কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পায়রা সোস্যাল ওয়েলফেয়ার সম্পূর্নরূপে অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। এটি বাংলাদেশের অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও অন্যন্য সামাজিক কার্যক্রম নিয়ে কাজ করে থাকে।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ বেতারের সঞ্চালক আতহার ইয়াসির ফাহিম।
সময়সূচিঃ
৭.০০-৭.১০ – অতিথিদের ফুল দিয়ে বরণ।
৭.১০-৭.১৫ – উদ্বোধনী বক্তব্য।
৭.১৫।-৭.২০- কেক কাটা
৭.২০-৭.২৫ – ২০১৮-২০১৯ সালের কমিটিকে বরণ।
৭.২৫-৭.৩০- পায়রা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডার ট্রাস্টের জন্য নির্ধারিত সময়।
৭.৩০-৭.৪০ – পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর গত দুই বছরের রিপোর্ট প্রকাশ।
৭.৪০-৭.৪৫ – আগামী (২০১৮-২০১৯) সালের পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর কর্ম পরিকল্পনা প্রকাশ।
৭.৪৫-৭.৫৫ – দাতা ও অতিথিদের সম্মাননা ও প্রতিষ্ঠা বার্ষিকী স্বারক প্রদান।
৭.৫৫-৮.২০- দাতা ও অতিথিদের নির্দেশনা মূলক বক্তব্য।
৮.২০-৮.২৫- সমাপনী বক্তব্য
৮.২৫- ডিনার
পায়রা সোস্যাল ওয়েলফেয়ার একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। এ সংগঠনের মূল কার্য্যক্রম হলো শিক্ষা, স্বাস্থ্য, দূর্যোগ ব্যাবস্থাপনা, সামাজিক দায়বদ্ধতা মূলক কাজ।
সংগঠনটি অস্বচ্ছল এস এস সি পরীক্ষার্থীদের ফরম পূরন ও পরীক্ষা পূর্ববর্তী উপকরন দিয়ে শিক্ষা কার্য্যক্রম অব্যাহত রেখেছে। গত ৭ বছরে বরিশাল জেলার আগৈলঝাড়া থানার মোট ৭টি স্কুলে ৯৭ জন শিক্ষার্থী পায়রার এই বৃত্তি পেয়েছে।
পায়রা তার স্বাস্থ্যসেবা কার্য্যক্রম শুরু করল বিনামূল্যে এলাকার সকল মানুষের রক্ত ্গ্রুপ নির্ণয়ের সুযোগ দিয়ে।
সামাজিক দ্বায়বদ্ধতা ও শিক্ষা কার্য্যক্রমের অংশ হিসাবে গত বছর আস্কর নতুন কালীবাড়ী বাজারে একটি সংবাদপত্র পড়ার ব্যবস্থা করেছে পায়রা সোস্যাল ওয়েলফেয়ার।