+8801789-169039
61/4 Tejkunipara, Tejgaon, Dhaka
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর পরামর্শ সভা।

পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর সাংগঠনিক মান উন্নয়নে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে পরামর্শ সভা ঢাকার কে,পি, আর রেস্টুরেন্টে আজ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। ২ ঘন্টা ব্যাপী এই সভায় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লাল মোহন বড়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. কামারুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অধ্যাপক বারি কাহার এবং সম্মানিত দাতা মো. আল-আমিন সরদার।

সভার শুরুতেই সভাপতি সুনীল বালা আজকের সভার এজেন্ডা পাঠ করে শোনান। সম্মানিত অধ্যাপক ও দাতাগন তাদের মতামত ব্যক্ত করেন। সভাপতির এজেন্ডায় ছিলঃ

১. দ্বিবার্ষিক কার্যক্রমের জন্য নতুন দাতাদের কাছে আমাদের মেসেজ পৌছানো।

২. সাংগঠনিক কার্যক্রমের পুনবিন্যাস।

৩. লাইব্রেরি স্থাপনে পরামর্শ।

৪. রেজিঃ কার্যক্রম শেষে দেশ-বিদেশের অন্য অলাভজনক সংগঠনের সাথে যুক্ত  হওয়া।

অধ্যাপক বারি কাহার তার পরামর্শমূলক বক্তব্যে বলেন, “আমাদের ফান্ড তৈরির সময় সব ফান্ড খরচ না করে কিছু ফান্ড এফডিআর হিসাবে জমা রাখার জন্য যাতে ঐ ফান্ডের লভ্যাশং দিয়ে ১০ বছর পরে একটি নতুন প্রজেক্ট চালু করা যায়।”

তিনি আরো বলেন, “বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করা উচিত তিনি দেশে অথবা দেশের বাইরের স্পন্সরদের কাছে সে তথ্য পৌছে দিতে সাহাজ্য করবেন।”

সবচেয়ে যে গুরত্বপূর্ণ ঘোষনাটি তিনি দেন তা হলো “তিনি আমাদের এই দ্বি-বার্ষিক শিক্ষাবৃত্তিতে ১ জন ছেলে ও ১ জন মেয়েকে স্পসরশীপ দিবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।”

অধ্যপক ড. লালমোহন বড়াল তার বক্তব্যে গ্রামে শিক্ষার্থীদের কিছু মেন্টরশীপের ব্যবস্থা করার কথা বলেন।

অধ্যাপক মো. কামারুজ্জামান তার অন্যান্য বক্তব্যের মাঝে বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকী ও দাতা সম্মাননা করার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গার ব্যবস্থা করে দিবেন”

আমদের সম্মানিত দাতা মো. আল-আমিন সরদার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ছবি ফেসবুকে না দেয়ার জন্য বলেন।

পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর আগামী দিনের সমৃদ্ধি কামনা করে সভা শেষ করা হয়।

সভায় পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সুনীল বালা, সহ-সভাপতি সবুজ মন্ডল, পায়রার স্থাপতি সুশান্ত রায়, ক্যাশিয়ার রতন হালদার, সদস্য  দিলীপ হালদার।

সভা শেষে পায়রা সোস্যাল ওয়েলফেয়ার এর সভাপতি বাবু সুনীল বালার আয়োজনে একটি প্রীতিভোজে সবাই অংশগ্রহণ করেন।